পাইকগাছায় বিশুদ্ধ পানিই প্রাণ ও প্রকৃতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) লবণপানি নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আয়োজনে পাইকগাছা কলেজ চত্বরে উপজেলা আহ্বায়ক অহেদুজ্জামান মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি রশিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন মণ্ডল, উপজেলা আ.লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমিরন সাধু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মালঙ্গী, ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা মণ্ডল।
সদস্য সচিব উদয় শংকর রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, শাহাজাদা ইলিয়াস, জিয়াদুল ইসলাম, রিপন কুমার মণ্ডল, উপাধক্ষ মিহির বরন মণ্ডল, অধক্ষ উৎপল গাইন, অধ্যাপক রেজাউল করিম, অ্যাড. পিযুষ কান্তি মন্ডল প্রমুখ।
টিএইচ